কাপ্তাই উপজেলার নতুন ইউএনও মুনতাসির জাহান এর যোগদান: সর্বস্তরের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :

রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ তম ব্যাচের কর্মকর্তা মুনতাসির জাহান। মঙ্গলবার(৪ আগস্ট) তিনি কাপ্তাই এ যোগদান করেন। যোগদানকৃত ইউএনও মুনতাসির জাহান বিদায়ী নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস প্রশাসন এর ২৯ তম ব্যাচের কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল পদন্নোতি পেয়ে ব্রাক্ষনবাড়িয়ার এডিসি হিসাবে যোগদান করবেন।
কাপ্তাইয়ে যোগদানকৃত ইউএনও মুনতাসির জাহান এর আগে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এদিকে মঙ্গলবার(৪ আগস্ট) বিকেলে যোগদানকৃত নির্বাহী অফিসারকে কাপ্তাইয়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, হেডম্যান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্বরের জনগনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, বিদায়ী নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ২ নং রাইখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, ৩ নং চিৎমরম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াইও মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, স্কাউটস এর সম্পাদক মাহাবুব হোসেন বাবু, হেডম্যান থোয়াইঅং মারমা, হেডম্যান অরুন তালুকদার সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্হিত ছিলেন।
এইসময় বিদায়ী ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল বলেন, কাপ্তাইবাসী আমাকে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক তেমনি নতুন যোগদানকৃত নির্বাহী অফিসারকে সহযোগিতা করবেন।
এদিকে নতুন যোগদানকৃত নির্বাহী অফিসার মুনতাসির জাহান তাঁর নতুন কর্মস্থল কাপ্তাইয়ে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের দোয়া কামনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত