জামিল বিশ্বাস ও আব্দুল হকঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ত্রাণের চাল মজুদ রাখার দায়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক বিল্লাল হোসেন জানান, ইউপি সদস্য কামাল হোসেনকে অত্যাবশকীয় পণ্য সংরক্ষণ আইন, ১৯৫৬ সালের ৩ এর (৬) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না করার বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বরাদ্দকৃত সরকারি ত্রাণ বিতরণের পরিবর্তে মজুদ করেন ইউপি সদস্য কামাল হোসেন গত মাসের ২৮ তারিখে ওই চাল বিতরণের কথা থাকলেও তিনি চাল বিতারণ না করে ত্রাণের চাল তার আস্থাভাজন নয়াকান্দি গ্রামের আব্দুল মজিদের বাসায় মজুদ রাখেন।