
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর নাটোরঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে নাটোরের লালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬আগষ্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষ এই সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ন সম্পাদক মাহামুদুল হক মুকুল, লালপুর থানার এসআই রবিউল সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, উক্ত সভা শেষে উপরুক্ত সকলের উপস্থিতিতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।