
কমল চক্রবর্তীঃ
নগরীর কোতোয়ালী থানাধীন আট মার্চিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনন্সিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা(দক্ষিণ) বিভাগ।
গতকাল বুধবার ৫ আগস্ট কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনন্সিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম।
মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম নং-০২ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আট মার্চিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেনন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।