
আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিরতে রাব্বি (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বাড়ির পাশে খাল থেকে তার লাশ উদ্ধার করেছে স্বজনা। রাব্বি উপজেলার বামনিগ্রামের বকুল সাখিদারের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার বামনি গ্রামের বকুল সাখিদারের ছেলে রাব্বি একজন বাকপ্রতিবন্ধী। গত বুধবার ৫ আগষ্ট দুপুরে বাড়ির খলিয়ানে খেলার করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার বাবাসহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার ৬ আগষ্ট সকালে গ্রামের পাশে খালে জাল নামিয়ে অনুসন্ধান করা কালে সকাল ৯টায় মন্ডলপাড়ার নিকট জালে রাব্বির নিথর দেহ উঠে আসে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে