আদমদীঘিতে অটো চালককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টায় ১১জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

 

আদমদীঘি প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে এলাহি হোসেন (৩৭) নামের এক অটো চালককে এলোপাথরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা সংক্রান্ত ঘটনায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চম্পা ও দমদমা গ্রামের জনি, সবুজ, জামিল কাজি, সাগরসহ ১১জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরও ১০জনকে আসামী করে মামলা হয়েছে। গত ৫ আগষ্ট বুধবার রাতে এলাহির বিধবা মা দক্ষিন গনিপুর গ্রামের লাইলি বাদি হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলা সুত্রে জানাযায়, গত ২ আগষ্ট উপজেলার রক্তদহ বিলের বেইলি ব্রিজের নিকট দমদমা গ্রামের শিহাব নামের এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৫ আগষ্ট বুধবার দুপুরে দমদমা গ্রামের লোকজন সান্তাহারে মানববন্ধন করে। মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্যে তারা দক্ষিন গনিপুর বাসিকে পাওয়া মাত্র মারপিট ও রক্তের বদলে রক্ত ঝড়াতে হবে, এমন বক্তব্য দিয়ে উত্তেজনার সৃষ্টি করে। ওইদিন দক্ষিন গনিপুরের এলাহি হোসেন সান্তাহার হতে তার অটো নিয়ে নওগাঁর উদ্যোশে যাবার সময় পূর্বাসা সিনেমা হলের সামনে রাস্তার উপর আসামীরা প্রকাশ্যে চালক এলাহিকে এলোপাথরি ভাবে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ ও পরে রাজশাহি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজ এলাহির মা লাইলি জানান, তার ছেলের অবস্থা এখনও আশংকাজনক। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত