কাপ্তাইয়ে এক মদ্যপায়ীকে আটক ৩০ দিনের কারাদন্ড:

নিজস্ব প্রতিবেদক

বিশু, কাপ্তাই

রাংগামাটির কাপ্তাই উপজেলায় ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকায় মদ্যপান করে মাতলামি সহ স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধর করার অপরাধে জাফর বাহাদুর নামক একজনকে ভ্রাম্যমান অাদালতে ৩০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। গত শুক্রবার মধ্যরাতে কাপ্তাই নতুনবাজার এলাকায় এই ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামীন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ অাব্দুর রহমান পাঠান।
কাপ্তাই পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের নতুনবাজার এলাকার সেলিম বাহাদুরের ছেলে জাফর বাহাদুর মদ্যপান করে ব্যাপক মাতলামি অবস্থায় পরিবেশ নষ্ট করছে এবং লোকজনকে গালাগালি ও মারধর করে আসছিল। পরে স্হানীয় জনগন পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল হতে তাকে অাটক করে পুলিশ ফাঁড়ি ইনচার্জ অাব্দুর রহমান পাঠান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামীন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে শনিবার সকাল ১১ টায় রাঙামাটি অাদালতে প্রেরণ হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত