
ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) :
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা রবিবার(৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনুষ্ঠিত হয়। এইসময় উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সু্বর্ণ ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্রাচার্য্য, কাপ্তাই উপজেলা পুজা উদযপান পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বা অমিত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক টিটু কান্তি দেব, উপদেষ্টা স্বপন সেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক দিলীপ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক দীপংকর দেবনাথ পন্কজ, সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত সহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুনতাসির জাহান করোনার কারনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বাস্হ্যবিধী মেনে সংক্ষিপ্ত আকারে সরকারি নির্দেশনা মেনে জন্মাষ্টমী উদযাপন করার জন্য অনুরোধ জানান।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সু্বর্ণ ভট্রাচার্য্য ও সাধারণ সম্পাদক উৎপল ভট্রাচার্য্য জানান, বিগত বছর গুলোতে কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষ্যে বনার্ঢ়্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, কিন্ত এবার করোনার কারনে আগামী ১১ আগস্ট শুভ জন্মাষ্টমীর দিন সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে শুধুমাত্র মন্দিরে সমবেত প্রার্থনা ও পুজা নিবেদন করা হবে।