আজকের কর্ণফুলী ডেস্কঃ
আজকের কর্ণফুলী ও সকালের বার্তা নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি গত বৃহস্পতিবার বিকেলে লালপুর উপজেলার ওয়ালিয়ায় বীপরিতগামী মোটরসাইকেল চালক এসে নেওয়াজ মাহমুদ নাহিদকে সামনে থেকে আঘাত হানে তাতে নাহিদেের ডান হাত ও পায়ে জখম হয় এবং পায়ের একটি আঙ্গুল ভেঙ্গে মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে আছেন। আজকের কর্ণফুলী ও সকালের বার্তা পরিবার নাহিদের সুস্থতা কামনা করেন। এবং সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। নাহিদ সুস্থ হয়ে আগের মতই আমাদের মাঝে ফিরে আসবেন বলে আল্লাহ কাছে প্রার্থনা করি।