জামিল বিশ্বাস ও আব্দুল হকঃ
১১ আগষ্ট ২০২০ মঙ্গলবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ, সুতালড়ি ও আজিমনগর ইউনিয়নে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগ বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ, সুতালরি ও আজিমনগর ইউনিয়নের চরাঞ্চলে ৩০০টি পারিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস। ত্রাণ সামগ্রীর মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাল ৫ কেজি আটা ও ১ কেজি ডাল বিতরন করা হয়। ত্রান বিতরণকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন যে, সরকারী সহায়তার পাশাপাশি বন্যা দূর্গতদের সহায়তায় বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সময় মানিকগঞ্জবাসীকে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর সভাপতিত্ত্বে ত্রান বিতরনে আরো উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী ও সাংবাদিক বৃন্দ।