শিমুল হাছান:
ফরিদগঞ্জ পৌরসভা আ'লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (মঙ্গলবার) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মেয়র মাহফুজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবুর রহমান, ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মুকবুল আহাম্মেদ, ২নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ওয়াহাব তপাদার, সাধারন সম্পাদক এমরান মিজি, ৩নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক মাসুদ ভূঁইয়া, ৪নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আ. খালেক মাষ্টার, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক নান্ন মিজি, ৬ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন কাউন্সিলর, ৮নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আবদুর রহিম পাটওয়ারী, সাধারন সম্পাদক নান্নু বেপারী, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাবুল পাটওয়ারী, সাধারন সম্পাদক দেলু মেম্বার প্রমূখ। এসময় শোক দিবস উদযাপন কল্পে মেয়র মাহফুজুল হককে আহবায়ক ও জসিম উদ্দিন পাটওয়ারীকে সদস্য সচিব করে ২১ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে পৌর আ’লীগের সভাপতি প্রয়াত মোতাহার হোসেন রতনের স্বরনে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।