ফরিদগঞ্জে যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

শিমুল হাছান:

ফরিদগঞ্জের ২ নং বালিথুবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহসিন তপদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউনিয়নের সাধারন জনগন মানববন্ধন করেছে।
১৩ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে চাঁদপুর- রামগঞ্জ আঞ্চলিক সড়কের মূলপাড়া একতা বাজারে ঐ এলাকার ৫ শতাধিক সাধারন জনগনের উপস্থিতিতে ৩০ মিনিট ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১২ আগষ্ট (বুধবার) সন্ধায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমানের নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপনকল্পে পূর্ব প্রস্তুতি মূলক আলোচনার লক্ষে ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করতে মহসিন তপদারসহ নেতৃবৃন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (সানকিসাইর) যায়। নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে চা খাওয়া অবস্থায় তথা কথিত কয়েকজন সন্ত্রাসী যুবলীগ সভাপতি মহসিন তপদারকে এলোপাতাড়ি মারধর করে তারা পালিয়ে যায়। আমরা ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনের উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন মাষ্টার, উপজেলা কৃষকলীগ নেতা খোরশেদ আলম তপদার, এলাবাসির পক্ষে সাইফুল ইসলাম তপদার, তাজুল ইসলাম মিজি, ইমান হোসেন,জাফর খান প্রমূখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত