মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষার হার বদ্ধিৃতকরন উচ্চশিক্ষা পিছিয়ে পড়া ঝরে পড়া রোধ ছাত্র -শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় সাধন বাল্য বিবাহ রোধ নারীর ক্ষমতায়ন বয়স্ক শিক্ষা উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয় পর্যায়ে শিক্ষার নানাবিধ বিকাশ উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখার প্রয়াসে শিক্ষা উন্নয়ন পরিষদের সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ০৩ টায় চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভাকক্ষে অরাজনৈতিক, শিক্ষামুলক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে ও অধ্যাপক আহমদ শাহ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব জরিপ আলী আরমান,মাওলানা রফিকুল ইসলাম হেলালী,বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী,মওলানা হাফেজ মোবারক আলী, অভিভাবক প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদ,ওয়াহিদুল আলম, আনোয়ারুল ইসলাম মানিক,অারিফ বখতেয়ার,কামাল শাহ,উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইন্তেকাফ আলম আদিল,অর্থসচিব এম এ কাইয়ুম,সদস্য মাস্টার নাজিম উদ্দিন,মো জামাল হোসেন,নুরুল ইসলাম,ইস্তেয়াক হোসেন জিসান,তৌসিফ নুর ইশান,ছাত্র প্রতিনিধি মুস্তাফা নুর আহনাফ,রিশাদ,রাহাত,আবু সাঈদ,মুস্তাফা ফাইয়্যাজ সাদ,কামরুল,রিয়াদ,জয়নাল,শাহরিয়ার আফ্ফি,সাজিম,আরিয়ান,নিয়াজ,ফয়সাল,ছাত্রী প্রতিনিধি সুজানা, সুরাইয়া,তানিশা,জয়নাব বেগম,আফলা কোরেশী,নিহা,তানহা,ইশিতা,তাসনুবা,হাফসা, আজিজা প্রমুখ।
মতবিনিময় শেষে শিক্ষা উপকরন প্রদান করা হয়।