
ঝুলন দত্ত, কাপ্তাইঃ
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট) কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।
কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কর্ণফুলী সরকারি কলেজের উপধ্যাক্ষ মো: সিরাজ উদ্দীন সহ কলেজের শিক্ষকমন্ডলী। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী।
অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, যেই বাঙালী জাতির জন্য তিনি এতো আত্মত্যাগ স্বীকার করেছেন অথচ সেই জাতির ঘাতকেরা এই মহান নেতাকে ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে। বক্তারা আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ পৃথিবীর বুঁকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।