
আনোয়ারা প্রতিনিধি এম.এ.সাত্তারঃ
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পরুয়াপাড়া ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় অংশ নেয় উত্তর পরুয়া পাড়া বার্সেলোনা একাদশ বনাম এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব।
খেলার প্রধান আকর্ষণ ছিল খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে উত্তর পরুয়া পাড়ার খেলোয়াড়রা।
তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের উত্তর পরুয়া পাড়া বার্সেলোনা একাদশ প্রায় ৮/১০ টি গোলের সুযোগ পেলে ও এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির খেলোয়াড়দের নৈপূণ্যে গোল দিতে ব্যর্থ হন বার্সালোনা একাদশ। পক্ষান্তরে এন পি পি ইয়ং ওয়েলফেয়ার ৫/৬ টি সুযোগ ফেলে ওগোল দিতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ান এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি। এসময় দু-দলের খেলা চলে সমানে সমান। এট্যাক কাউন্টিং এট্যাক অনেক হলে ও অবশেষে খেলার সমাপ্তি হয় গোল শূন্য ড্র তে।
বার্সালোনা একাদশের আব্দুর রশিদ, শাহেদ, কায়ছার হুমায়নের খেলা ছিল নজর কাড়া।
আর এন পি পি ইয়ং ওয়েলফেয়ার হয়ে অসাধারণ খেলেন আমানুল ইসলাম সুমন, মোঃ আযম, আরাফাত।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির খুব সুন্দর খেলার অধিকারী আমানুল ইসলাম সুমন। রায়পুর পরিষদ সদস্য জনাব হাফেজ মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি লিয়াকত আলি চৌধুরী,মাষ্টার আবু তাহের,আব্দুস ছোবহান,নুরুল আলম কালু,মুসা মুনিরী,আব্দুস ছমদ,
শাহাজদা নজরুল ইসলাম খোকা,আব্দুর রহিম জিলানী মমতাজ সওদাগর,ইহম বাবুল হক,মোঃ আবছার,আর.জে রাশেদ,মোহাম্মদ মনচুর,মুহাম্মাদ রাশেদুল ইসলম,মুহাম্মদ সাইফুল,মুহাম্মাদ মনির উদ্দিন,মুহাম্মাদ সাইমনসহ
স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি জনাব এ এইচ এম বলেন,খেলা এক ধরণের বিনোদন। গ্রাম্য এলাকার অনেক ভাল খেলোয়াড়, যাঁদের নিজের প্রতিভার বিকাশ ঘটাতে এই টুর্নামেন্ট অনেক ভাল সুফল বয়ে আনবে। খেলার আয়োজক জনাব হাফেজ ইসহাক তার সমাপনী বক্তব্যপ বলেন, ঠিক যুব সমাজ যখন মাদক আসক্ত হয়ে পরছে ঠিক তখন খেলার আয়োজন করে তাদের ভাল পথে আনার একটা মাধ্যম হল খেলা।তাই “মাদক কে না “বলুন এই স্লোগান কে বাস্তবে রূপ দেওয়ার জন্যে মূলত এই আয়োজন।এলাকার তরুন ছেলেরা যখন খেলার মাধ্যমে তাদের সময় ব্যয় করবে,তখন তারা অন্যায়কাজ থেকে দূরে থাকবে। পরিশেষে জনাব হাফেজ মুহাম্মদ ইসহাক ও এ এইচ এম নিজাম চৌধুরী আমানুল ইসলাম সুমনকে খেলার সেরা পারফরম্যারের জন্য পুরস্কৃত করেন।
খেলার প্রধান আকর্ষণ ছিল খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে উত্তর পরুয়া পাড়ার খেলোয়াড়রা।
তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের উত্তর পরুয়া পাড়া বার্সেলোনা একাদশ প্রায় ৮/১০ টি গোলের সুযোগ পেলে ও এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির খেলোয়াড়দের নৈপূণ্যে গোল দিতে ব্যর্থ হন বার্সালোনা একাদশ। পক্ষান্তরে এন পি পি ইয়ং ওয়েলফেয়ার ৫/৬ টি সুযোগ ফেলে ওগোল দিতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ান এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটি। এসময় দু-দলের খেলা চলে সমানে সমান। এট্যাক কাউন্টিং এট্যাক অনেক হলে ও অবশেষে খেলার সমাপ্তি হয় গোল শূন্য ড্র তে।
বার্সালোনা একাদশের আব্দুর রশিদ, শাহেদ, কায়ছার হুমায়নের খেলা ছিল নজর কাড়া।
আর এন পি পি ইয়ং ওয়েলফেয়ার হয়ে অসাধারণ খেলেন আমানুল ইসলাম সুমন, মোঃ আযম, আরাফাত।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এন পি পি ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির খুব সুন্দর খেলার অধিকারী আমানুল ইসলাম সুমন। রায়পুর পরিষদ সদস্য জনাব হাফেজ মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি লিয়াকত আলি চৌধুরী,মাষ্টার আবু তাহের,আব্দুস ছোবহান,নুরুল আলম কালু,মুসা মুনিরী,আব্দুস ছমদ,
শাহাজদা নজরুল ইসলাম খোকা,আব্দুর রহিম জিলানী মমতাজ সওদাগর,ইহম বাবুল হক,মোঃ আবছার,আর.জে রাশেদ,মোহাম্মদ মনচুর,মুহাম্মাদ রাশেদুল ইসলম,মুহাম্মদ সাইফুল,মুহাম্মাদ মনির উদ্দিন,মুহাম্মাদ সাইমনসহ
স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি জনাব এ এইচ এম বলেন,খেলা এক ধরণের বিনোদন। গ্রাম্য এলাকার অনেক ভাল খেলোয়াড়, যাঁদের নিজের প্রতিভার বিকাশ ঘটাতে এই টুর্নামেন্ট অনেক ভাল সুফল বয়ে আনবে। খেলার আয়োজক জনাব হাফেজ ইসহাক তার সমাপনী বক্তব্যপ বলেন, ঠিক যুব সমাজ যখন মাদক আসক্ত হয়ে পরছে ঠিক তখন খেলার আয়োজন করে তাদের ভাল পথে আনার একটা মাধ্যম হল খেলা।তাই “মাদক কে না “বলুন এই স্লোগান কে বাস্তবে রূপ দেওয়ার জন্যে মূলত এই আয়োজন।এলাকার তরুন ছেলেরা যখন খেলার মাধ্যমে তাদের সময় ব্যয় করবে,তখন তারা অন্যায়কাজ থেকে দূরে থাকবে। পরিশেষে জনাব হাফেজ মুহাম্মদ ইসহাক ও এ এইচ এম নিজাম চৌধুরী আমানুল ইসলাম সুমনকে খেলার সেরা পারফরম্যারের জন্য পুরস্কৃত করেন।