কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাইঃ

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার(১৫ আগস্ট) সকাল ৯.৩০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এই মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মাঈনুল হাসান চৌধুরী, আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, , কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্হিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা এবং বঙ্গবন্ধুকে নিয়ে গান, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনু্ষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথীবির বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। বক্তারা আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ পৃথীবির বুঁকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত