রাজানগর-ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)রাঙ্গুনিয়া।

আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ সমাজসেবা ও আক্বিদা ভিত্তিক সংগঠন রাজানগর-ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের নতুন কমিঠি গঠন ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন। অদ্য বাদে জোহর রানিরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে আহবায়ক আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দীর্ঘ আটমাস আগে গঠিত আহবায়ক কমিটির নানা কর্মকান্ড নিয়ে বক্তারা আলোচনা করেন। উল্লেখ্য করোনাকালীন এ পরিষদ লক্ষাধিক টাকার চিকিৎসা সামগ্রী, মাস্ক,অক্সিজেন সিলিন্ডার ,ঔষধ,সুরক্ষা সামগ্রীসহ গরিব অসহায় ১২০ পরিবারের মধ্যে প্রায় ৮৪হাজার টাকার সহায়তা দান করা হয়। ১ম অধিবেশনে মাওলানা নুরুন্নবি আল কাদেরির নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়। বাদে আসর মাওলানা সিদ্দিক আকবরের সভাপতিত্বে পূর্নাঙ্গ কার্যকরী দ্বি-বার্ষিক প্যানেল গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, রাজনীতিবিদ খালেদ মন্জু চৌধুরী, মাওলানা আবুল কাসেম,মাওলানা মোজাম্মেল হক, সাদেকুন নুর টিপু,ইলিয়াস চৌধুরী,ইউপি সদস্য ফজলুুুুল করিম,প্রবাসী হাবিবুর রহমান,সালেহ আহমদ সওদাগর,মাওলানা ইউসুফ চৌধুরী, মাওলানা সাইফুল্লাহ জিহাদি,তানজিম উদ্দীন রবি,মাওলানা আনোয়ার হোসাইন, কলম সাহিত্য সংসদ লন্ডনের কো-অর্ডিনেটর রাহাত উল্লাহ,রোবেল উদ্দিন, মো: আইয়ুব, সাহেদুল আলম,মুহাম্মদ হোসাইন, আহমদ নুর সিদ্দিকী ও ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্টিত হয়।পরিশেষে মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি ও মুহাম্মদ আজিজুল হক সাধারন সম্পদক ৫৮জন বিশিষ্ট ২০২০ -২০২২ দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত