মোহাম্মদ রিয়াদঃ
গতকাল ২১ই আগষ্ট শনিবার বিকাল চারটায় বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের উদ্যোগ গরিব দুস্হ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস মহামারি কারণে এখনো মানুষের রোজী রোজকার ফিরে আসেনি, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সংকট এখনো রয়ে গেছে।
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম সামশুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাবেক কাউন্সিলর এস এম জাফর, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের সহ সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সভাপতি শিব্বির আহমেদ ওসমান, চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব কামরুল হক রাসেল,সহ সাধারণ সম্পাদক আবদুল বাতেন বিপ্লব, অর্থ সম্পাদক এস এম একরামুল হক সোহেল, সদস্য মোঃ শাহাদাত, সদস্য আবদুল হালিম রনি,আবদুল হাকিম, সদস্য সাইমুন ছিদ্দিক তামিম প্রমুখ।