টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফ আলোচিত সাংবাদিক দীর্ঘ ১১ মাস ৫ দিন পর কারামুক্ত হলেন ওসি প্রদীপের নির্মম নির্যাতনের শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।সব মামলায় জামিন পাওয়ার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান নির্যাতিত এই সাংবাদিক।ফরিদুল মোস্তফার কারামুক্তির খবরটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে টেকনাফের আলোচিত ওসি প্রদীপ কুমার দাসের রোষানলের শিকার হন কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। একের পর এক তার বিরুদ্ধে করা হয় ছয়টি মামলা। দীর্ঘ ১১ মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক জনতার বাণীর সম্পাদক ফরিদুল মোস্তফা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা যুগ্ম দায়রা জজ ১ম আদালত তার জামিন দেন। এর আগে ৫টি মামলায় জামিন পান এই সাংবাদিক। এদিকে ফরিদুলের বিরুদ্ধে করা এসব মামলা পরিচালনা করাসহ নানা কারণে চরম কষ্টে দিন পার করেছেন তার পরিবারের সদস্যরা।এতদিন নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। এমনকি নানা জায়গায় প্রতিকার চেয়েও রেহাই পাননি বলে অভিযোগ ফরিদুলের পরিবারের লোকজনদের।তাদের অভিযোগ, দৈনিক জনতার বাণী ও কক্সবাজার বাণীর অনলাইনে ‘টাকা না দিলে ক্রসফায়ার দেন টেকনাফের ওসি’ সংবাদ প্রকাশ করায় গত বছরের ২১ সেপ্টেম্বর মধ্যরাতে ওসি প্রদীপের নিজস্ব বাহিনী দিয়ে ঢাকা থেকে ধরে আনে সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে।পরে টেকনাফ ও কক্সবাজারে এনে তার ওপর চালানো হয় লোমহর্ষক নির্যাতন। পাশাপাশি অবৈধ অস্ত্র, ইয়াবা, বিদেশি মদসহ ৬টি সাজানো মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। পরে আদালতে হাজির করলে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয় ফরিদুলকে। জামিনে মুক্তি পেয়ে ফরিদুল মোস্তফা তার নির্যাতনের কথা বর্ণনা করেন।