
মোঃ আহসান হাবিব (বাপ্পি জয়পুরহাট (প্রতিনিধি)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযানে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ বজলার রহমান এর নেতৃত্বে এসআই মোঃ গোলাম মোস্তফা এসআই মোঃ তোজাম্মেল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ বাগজানা ইউপির উত্তর গোপাপুলপুর গ্রাম হইতে ১৭/১১/১৮ তারিখ ০০:১৫ ঘটিকায় ৫০ পিস এম্পল ইঞ্জেকশন সহ ১। মোঃ ফারুক হোসেন (২৪), পিতা- মৃত মমতাজ উদ্দিন, শ্বশুর-মোঃ আঃ খালেক সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জয়পুরহাটকে আটক করেন।
বর্তমানে আটক কৃত মাদক ব্যবসায়ী থানা হেফাজতে আছে।
পরে এর উপর মামলা দায়ের করে জেলা আদালতে পেরণ করা হবে।
তথ্য সূত্রে যানা যায় যে উক্ত মাদক ব্যবসায়ী দির্ঘদিন যাবদ গোপনে এই ব্যবসা চালাত পুলিশ কোন অবস্থায় তাকে ধরতে পারতে ছিলনা ১৭-১১-১৮ গোপন সংবাদের ভিক্তিতে এই মাদক ব্যবসায়ীকে আটক করে পাঁচবিবি থানা পুলিশ