জাহেদ হাছান চৌধুরীঃ
একাধিক বার শিশু ধর্ষন করার চেষ্টা,ধর্ষক খালেকের নামে অভিযোগ ছিল এলাকাবাসীর।চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আবদুল খালেক (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।রোববার (৩০ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার শিলক থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হলে, বিকেলে আদালতে প্রেরণ করা হয়। ধর্ষক খালেক আদালতে ধর্ষনের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন ।এদিকে রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়-- আসামীর (ধর্ষক)তার বাড়ি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায়। তিনি পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় মো. হাসান নামে এক ব্যক্তির বাগান দেখাশোনার কাজে চাকুরি করেন।ঘটনার বর্ণনায় উঠে আসে ---গত (২৫ আগষ্ট) বিস্কুটের লোভ দেখিয়ে ফলের বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে কাউকে না জানানোর হুমকি দেয়া হয়। ঘটনার কয়েকদিন পর ওই শিশুর শরীরে ব্যাথা অনূভুত হলে তাঁর মায়ের কাছে ব্যাথার কথা বলতে গিয়ে ঘটনা জানাজানি হয়। ধর্ষনের শিকার ওই শিশুর মা রোববার (৩০ আগষ্ট) রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। শিশুটি মা বলেন-- তাঁর শিশু কন্যাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে। ঘটনার ৪ দিন পর ওই শিশু কন্যা শরীরে ব্যাথার কথা বলার পর বিষয়টি জানতে পারি।রাঙ্গুনিয়ায় সদ্য আগত সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে বলেন -- মামলার প্রযোজনে ধর্ষককে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে ঘটনার বর্ণনা দিয়ে দোষ স্বীকার করেছেন।