৯৯৯ কল পেয়ে বায়েজিদ বোস্তামী থানা ৪ ধর্ষককে গ্রেফতার করে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ব্যুরো অফিসঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ বোস্তামী জোন) জনাব পরিত্রান তালুকদার এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সহিদুল ইসলাম, এসআই/ সুমন বড়ুয়া শাপলা ও সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ আগষ্ট রাত ২টায় ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন সৈয়দপাড়া সালমা কলোনীতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার পূর্বক ভিকটিমের দেখানো ও সনাক্তমতে ধর্ষণের অভিযোগে মোঃ বাদশা মিয়া (৩৬), মোঃ জাবেদ (২৮), মোঃ রবিন (১৯) ও মোঃ ইব্রাহিম (৩০)দের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত