দেলোয়ার হোসাইন (সাইমুন)
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিয়া নীট ব্যায়িং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ শনিবার (৫ সেপ্টম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটের সময় উপজেলার কদমরসুল এলাকায় ইনফিনিয়া ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ইনফিনিয়া ফ্যাক্টরির পরিচালক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, আজ সকাল সাড়ে ১১টার সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এগিয়ে এসে কাজ শুরু করে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পযন্ত কিছু যানা যাইনি। তবে তিনার ধারনা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।