
মোকলেছুর রহমান চৌধুরী পঞ্চগড়ঃ
পঞ্চগড় জেলা, বোদা থানার, ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের, বাগডোগড়ার পাথর কাটা গ্রামে, ডাঃ মোঃ রফিকুল ইসলাম (৫০) এর বৈধ ভাবে ক্রয়কৃত জমি বিগত ২০ বছর যাবত নিজে ব্যবহার করছে ৷ এমত অবস্থায় ঐ গ্রামের হেলাল উদ্দীন (পাশের জমির মালিক, ) রাতের আধারে সিমানা পরিবর্তন করে ৷ রফিকুল ইসলামের জমি দখল করে বলে আমাদের প্রতিনিধিকে জানান, রফিকুল ইসলাম পরে বোদা থানায়, জমির মালিক হিসাবে একটি এযাহার করেন, পরবর্তিতে ২ সার্ভেয়ারের উপস্থিতিতে স্থানীয় জন সাধারনের সামনে, সঠিক সিমানা নির্ধারন করে দেন, এবং সিমানা পিলার স্থাপন করা হয়, কিন্তু হেলাল উদ্দিন রাতের আধারে সিমানা পিলার, বেড়া ও শত,শত সুপাড়ি, কলার চারা উপড়ে তা তার বাসায় নিয়ে যায়৷
উক্ত ঘটনায় মিডিয়া রিপোটারের কাছে, বাদি রফিকুল ইসলামের জানান প্রায়, ৩০ জন,
এবং মিডিয়া ও স্থানিয় জনসাধারনের সামনে আজ সকাল ১০ ঘটিকায় বৈধ ভাবে বেড়া সিমানা পিলার স্থাপন করেন রফিকুল ইসলাম,
এবং বাংলাদেশ সরকারের নিকট, ডাঃ মোঃ রফিকুল ইসলামের পক্ষে মিডিয়া ও এলাকা বাসি সূষ্ঠ বিচার দাবি করেণ ৷