
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান একটি মহানুভবতার নজির সৃষ্টি করেছেন। গত বছর নভেম্বরের মাঝামাঝি স্হানীয় অামছড়া পাড়া এলাকার বাসিন্দা ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী মুমু মারমার মোবাইল হারিয়ে যায়। সে অনেক খোজা খুজির পর ঐ দিন মুমু মারমা রাজস্থলী থানায় একটি সাধারন ডায়রী করেন। এর পর থেকে ওসি মফজল অাহামদ খান তার অফিসারের মাধ্যমে বিভিন্ন উপায়ে খোজা খুজির পর গতকাল রবিবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকা হতে মোবাইল টি উদ্ধার করে মোবাইলের মালিক মুমু মারমা কে হস্তান্তর করে মহানুভতার পরিচয় দিয়েছেন।তিনি একই জেলার বরকল থানায় দীর্ঘদিন সুনামের সহিদ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অাসছেন। পরে তিনি রাজস্থলী থানায় বদলী হয়ে অাসার পর, রাজস্থলী উপজেলার দৃষপাট পাল্টিয়ে যায় এবং অাইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে ।