
চৌধুরী মুহাম্মদ রিপন
লিও ক্লাব অব চিটাগাং মহানগরঃ গত ১৬.১১.২০১৮ ইংরেজী তারিখে রোজ শুক্রবার সন্ধ্যা ৫ ঘটিকায় জামালখানস্থ সিনিয়রস ক্লাব লিমিটেডে ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্টিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল ক্লাব সেক্রেটারি ও ট্রেজারার্স রিপোর্ট পেশ করা, নভেম্বর-ডিসেম্বর মাসের সার্ভিস প্রোগ্রাম অনুমোদন ও লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ঈয়ুৎ ক্যাম্প-২০১৯ এর প্রস্তুতি গ্রহণ। লিও ক্লাব অব চিটাগাং মহানগরের প্রেসিডেন্ট লিও জাহিদ হাসান আজাদ প্রিমনের সভাপতিত্বে ও লিও ক্লাব অব চিটাগাং মহানগরের সেক্রেটারি লিও কৌশিক বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের প্রেসিডেন্ট লায়ন সঞ্জিবন চন্দ্র সরকার, লিও ক্লাব এডভাইজর লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও আনোয়ারুল ইসলাম চৌধুরী, লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও মেহেদী হাসান, লিও ডিস্ট্রিক্ট জয়েন্ট ট্রেজারার লিও মাহি চৌধুরী, লিও শাহজাহান, লিও জমির, লিও সাইফুল,লিও দিপ্ত, লিও সাফায়েত, লিও রাকিব, লিও মোস্তফা, লিও রিপন, লিও মুকিত, লিও তুষার, লিও রহিম, লিও সোহেল, লিও সাহেদ ও অন্যান্য সদস্যবৃন্দ।