চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের দুর্নীতি ও লুটপাটকারী বন কর্মকর্তাদের অপসারনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ রিয়াদঃ

দেশের একমাত্র হাতির আবাসস্তল চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল হতে কাঠ চুরি,পাচারে সহযোগিতা, বনবিভাগ নিয়ন্ত্রণ, বনভূমি অবৈধ দখলে সহযোগিতা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন অনিয়ম বননীতি ও বন ব্যাবস্তাপনা বিষয়ে আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে চুনতি বন্যপ্রাণী অভয়ারন্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম,বিট কর্মকর্তা এটিএম গোলাম কিবরিয়া ও আজহার আলিকে শাস্তিও অপসারনের দাবীতে মানববন্ধন করেছে লোহাগাড়াবাসী,,
সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় লোহাগড়া মোটর স্টেশনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়,,

এতে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশর আহ বায়ক নুর মোহাম্মদ, সবুজ বাংলাদেশ লোহাগাড়া শাখার আহবায়ক মুরাদুল হায়াত আল মাহাদীস,,ভুত্ত ভোগী পরিবারের সদস্যগন ও লোহাগাড়ার বিভিন্ন সমাজিক সংগঠনের নেতাকর্মীরা,

মানববন্ধন প্রভাষক মো: ইব্রাহিম খলিল বলেন কতৃপক্ষের আইনের প্রয়োগে উদাসীনতা ও যথাযত নজরদারির অভাবে বন্যহাতি ও বন্যপ্রাণী আজ ধ্বংসের পথে।বন্যপ্রাণী সংরক্ষণে চলমান প্রকল্প গুলোতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলে ও প্রতিনিয়ত হুমকির মুখে বন ও প্রানী।এসব বন উজাড় করার কারনে তীব্র খাবার সংকটে বন্যহাতি আজ লোকালয়ে চলে আসছে।মানুষের ফসলসহ ঘরবাড়ি নষ্ট করছে প্রতিনিয়ত। এমনকি প্রানও হারাতে হচ্ছে সাধারণ মানুষকে।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত