
জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার খাল-বিল,নদীনালায় বেড়ে উঠা মাছের পোনা অবাধে নিধন করা হচ্ছে এবং স্থানীয় বাজারে তা বিক্রিও হচ্ছে প্রকাশ্যেই।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে ও মাছ ব্যবসায়ী বর্ষার শুরু থেকেই এ সকল মাছ শিকার করছে এবং প্রকাশ্যে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ আছে,নিষিদ্ধ জাল ও ভেসাল দিয়ে এ সকল পোনা মাছ ধরা হলেও উপজেলা মৎস্য অধিদপ্তরের তেমন ভূমিকা দেখা যাচ্ছে না।কয়েকটি ঝটিকা অভিযান পরিচালনা ছাড়া উল্লেখযোগ্য কোন ভূমিকা দেখা যায়নি এ দপ্তরের।
সরকারি নির্দেশনুযায়ী,জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ ইঞ্চির নিচে রুইজাতীয় মাছ ধরা ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হলেও হরিরামপুর উপজেলার হাট-বাজার গুলোতে নিয়মিত তা ক্রয়-বিক্রয় করতে দেখা যায়।ফলে উপজেলায় মাছের বংশবৃদ্ধি ও বিচারণ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।উপজেলার সদরের লেছরাগঞ্জ,আন্ধারমানিক ও কান্ঠাপাড়া বাজারে পোনা মাছ ক্রয়-বিক্রয় করতে দেখা য়ায়।এছাড়া উপজেলার বিভিন্ন বাজারে মানিকনগর, বাহাদুরপুর,বাহিড়চর,কুটিরবাজার,ভাদিয়াখোলা,মাচাইন,বাস্তা, বলড়া এবং ঝিটকা বাজারেও প্রকাশ্য এ সকল পোনা মাছ ক্রয়-বিক্রয় করতে দেখা যায়।অনেক জেলে পোনা মাছ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছে।প্রশাসনের নাকের ডগায় বসে পোনা মাছ বিক্রি করলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা।
এ সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকতা মো সাইফুল ইসলাম বলেন, গত দুই মাসে অভিযানসহ ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সকল অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা সহ পাঁচ মণ পোনা মাছ জব্দ করা হয়।