
‘
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়াঃ
টানা দ্বিতীয় দিনের মতো উত্তর চট্টগ্রামের ব্যস্ততম কাপ্তাই সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। আজ সড়কের রাউজান অংশের নোয়াপাড়া, পাহাড়তলীসহ যানজটপ্রবণ বিভিন্ন বাজার ও মোড়ে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
আজ (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলাধীন নোয়াপাড়া বাজার এলাকা হতে অভিযান শুরু হয়। এ সময় বিশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহনকে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করা হয়। বন্ধ করা হয় রাস্তার ওপর যাত্রী ওঠানামাসহ ট্রাফিক আইন পরিপন্থী অন্যান্য কার্যাবলিও। সাধারণ চালক ও মালিকদের উদ্দেশে সার্কেল এএসপি দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করেন এ সময়।
অভিযানের এক পর্যায়ে সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম রাস্তার অদূরে ট্রাফিক পুলিশের কয়েকটি মোটর সাইকেল বিশৃঙ্খলভাবে দাড় করিয়ে রাখা অবস্থায় দেখতে পান। সাথেসাথে তিনি মোটরসাইকেলগুলোকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যথাযথ স্থানে সরিয়ে নিতে আদেশ দেন। এসময় উপস্থিত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রিয়দর্শী চাকমাকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা নিজেরাই যদি নিয়ম ভঙ্গ করি, তাহলে জনসাধারণকে কিভাবে নিয়ম মানতে বলবো। আগে আমাদেরকে যথাযথ আচরণ করে মডেল স্থাপন করতে হবে, যেন অন্যরা সেটা অনুসরণ করতে পারেন।
আজ দুপুর ২ টায় এই প্রতিবেদক সরেজমিন কাপ্তাই রোডে গিয়ে ট্রাফিক পরিস্থিতির লক্ষনীয় উন্নতি দেখতে পান। খুব কম ক্ষেত্রেই চালকেরা রাস্তায় যাত্রী তুলছেন, সিরিয়ালের সিএনজিগুলোও রাস্তার দুপাশে সারবেঁধে দাঁড় করানো। রীতিমতো পিলার গেড়ে লাল রঙের রশি বেঁধে যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ করে দেওয়া। চলাচলকারী যানবাহনগুলোকেও কোনরকম বাঁধা ছাড়া নির্বিঘ্নে যাতায়াত করতে দেখা যায়। এ ছাড়া বাজার কমিটিসমূহের উদ্যোগে দিনভরই ট্রাফিক সচেতনতা এবং যানজট প্রতিরোধে করনীয় সম্পর্কে চলেছে মাইকিং।
যানজট নিরসনে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অধিবাসীরাও। মো. হানিফ নামে এক যাত্রী বলেন, আমি এই রাস্তার গাড়িওয়ালাদেরকে এভাবে নিয়ম মেনে চলতে কোনদিন দেখি নাই। দুই মিনিটের জায়গায় যাইতে দশ মিনিট লাগে। এটা খুব ভাল কাজ হইছে পুলিশের এসপি সাবকে ধন্যবাদ যে, তিনি আমাদের কথা ভাবছেন। কিন্তু এরকম যেন সবসময় থাকে, এই জন্য রাস্তায় বেশি করে ট্রাফিক দেওয়া দরকার। যারাই নিয়মের বাইরে যাবে তাদেরকে ধরে থানায় নিয়ে জেল দেওয়া দরকার।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, কাপ্তাই সড়কের অসহনীয় যানজট নিরসনেকল্পে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম মহোদয়ের নির্দেশে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যে কোনমূল্যে জনগণের রাস্তায় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। রাস্তায় স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে নাগরিকদের জান,মাল ও সময়ের ক্ষয়সাধন কোনভাবেই বরদাস্ত করা হবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন।
অভিযানকালে বিভিন্ন বাজার ও যানবাহন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনসহ একদল পুলিশ।