মানিকগঞ্জে অধিক দামে পেয়াজ বিক্রয়, তিন আড়ৎদার কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

 

জামিল বিশ্বাসঃ

হঠাৎ পিয়াজের বাজার নিয়ন্ত্রনহীন হওয়ায় মানিকগঞ্জের জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস এর নির্দেশনায় ১৬.০৯.২০২০ তারিখ সকাল ৬.০০ টা থেকে পেয়াজের পাইকারি আড়ৎ জাগীর, ভাটবাউর ও পৌর, বেউথা, বান্দুটিয়া ও দুধবাজারে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলায় অভিযান পরিচালিত করেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পারিচালক আসাদুজ্জামান রুমেল। মূল্য তালিকা নির্ধারিত বাজারদরের চাইতে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করে অসাধু কিছু পাইকারি ব্যবসায়ী। যার প্রভাব পরে বিভিন্ন খুচরা বাজারে আর এতে পেঁয়াজের দাম বেড়ে যায় বলে জানান ভোক্তা অধিদপ্তরের সহকারি পারিচালক আসাদুজ্জামান রুমেল। মূল্য তালিকা প্রদর্শন না করে ও অধিক দামে পেয়াজ বিক্রয় করার অপরাধে তিনজন আড়ৎদারকে মহাপরিচালক মহোদয় প্রদত্ত ক্ষমতা বলে ৫০০০ টাকা জরিমানা করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলার পৌর বাজার, দুধবাজার, বেউথা বাজার, বান্দুটিয়া বাজার এবং পাইকারি ও খুচরা বাজারে বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে কঠোরভাবে সতর্ক করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত