প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০১৮, ৫:২৮ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ার তরুণ হাছান বন্ধুর হাতে ঢাকায় খুন

মো. আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম :
বড় আশা নিয়ে ঢাকায় পাড়ি জমিয়েছিল হাছান। স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবে। এ লক্ষ্য নিয়ে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানাজার হিসেবে কাজে নেমে পড়ে। এভাবেই চলছিল প্রায় ৭-৮ মাস। মাঝে মধ্যে বাড়ী এসে পরিবারকে দেখে যেত। কিন্তু হঠাৎ যেন তার স্বপ্নে ঝড় নেমে আসে। সেই ঝড় ছিন্ন বিচ্ছিন্ন করল তার স্বপ্ন। কথা কাটাকাটির কোনো এক পর্যায়ে ঢাকায় অবস্থানরত এক বন্ধু হাছানকে ছুরিকাঘাত করে মারাত্নকভাবে জখম করে ২০ নভেম্বর ।পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ফুফাত ভাই মিজানের তথ্য মতে, হাসপাতালে কয়েকদিন থাকার পর ২৭ নভেম্বর ভোর রাত ৩ টায় হাছান এই স্বার্থপর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমাই। আর শোকের সাগরে ভাসিয়ে দিয়ে যায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পরিবার পরিজনকে। উল্লেখ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সৈয়দবাড়ী এলাকার বাসীন্দা হাছান(২৫)। পুরো নাম হাছান ইমাম। সে রাঙ্গুনিয়া নুরুল উলুম ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.