ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশেের বিশেষ অভিযানে চিৎমরম বাজার হতে শনিবার(১৯সেপ্টেম্বর) সকালে ৮টি বন মামলার আসামী ও অপর একটি ১টি ৬ মাসের সাজাপ্রাপ্ত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হলেন মংজাইউ মারমা(৩৫)। সে চিৎমরম এর ছেংড়াছড়ির এলাকার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার এস আই জাহাঙ্গীর, এ এস আই কল্যান বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, উক্ত ৮টি মামলার সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। শনিবার আসামি কে রাঙ্গামাটি আদালতে চালান করা হয় বলে ওসি জানান।