মোঃআজগর আলী খান রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই ডেয়ারিং টাইগার্স ২৩ ইষ্ট বেঙ্গল এর জোন কমান্ডার লেঃ কর্ণেল তোহিদুজামান বি এস পি,পি এস, সি, বলেন, দীর্ঘ দুইবছর সাতমাস সুনামের সহিদ কাপ্তাই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে অাসছি। বর্তমান বৈশ্বিক করোনা মোকাবেলায় জোন কতৃপক্ষ অসাধারন ভুমিকা রেখেছে।যে কোন সময় রাজস্থলী, কাপ্তাই বাঙ্গালহালিয়া ও পানছড়ি এলাকায় সেনা টহল প্রতিনিয়ত অব্যাহত রেখেছি। যাতে করোনায় কোন ব্যক্তি অাক্রান্ত হয়ে মৃতুবরন না করে। অামরা সততা সর্বশ্রেষ্ট জাতি হিসেবে পরিচিত লাভ করেছি। সেনাবাহিনী পাহাড়ের সবার সাথে ভ্রাত্বিত্বভোদ রেখে সমান তালে এগিয়ে এসেছে। দায়িত্ব চলাকালিন এ এলাকার মানুষের অার্তসামাজিক উন্নয়ন,, বিনা মুল্যে চিকিৎসা সেবা, শান্তি বজায়ের উদ্যাশে চিত্র বিনোদন ফুটবল টুূর্নামেন্ট অায়োজন করা, করোনা মহামারি প্রার্দুভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য শষ্য বিতরন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে পারর্দশী।
ফলে এ এলাকার সকল সম্প্রদায়ায়ের জনসাধারন অামাকে সর্বাথক ভাবে সার্বিক সহযোগিতা করে অাসছিলেন,, এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকে সে প্রত্যাশা করি। রবিবার ২০ সেপ্টম্বর দুপুর ১২ ঘটিকার সময় রাজস্থলী সাবজোন কতৃক অায়োজিত নবাগত জোন কমান্ডার ও বিদায়ী জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্টানে বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল তোহিদুজামান বি,এস পি, পি এস সি উল্ল্যেখিত কথা গুলো বলেন। পরে
নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল, মিজানুল হক পি, এস, সি, বলেন, অামি সবে মাত্র যোগদান করেছি, অামি অাপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, মেজর মন্জুর, ক্যাপ্টেন মুশফিক সিনিয়র ওয়ারেন্ড অফিসার মুখলেসুর রহমান, থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান, ও সি তদন্ত সৈয়দ ওমর, থানা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অাজগর অালী খান প্রমুখ।