
নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল ২০ সেপ্টেম্বর র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কালীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড খালি খোসা উদ্ধারসহ আসামী মোঃ রানা (২৪), পিতা- মোঃ আবু তাহের, সাং- বাগেরহাট , সন্দীপ পৌরসভা ৬নং ওয়ার্ড, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী রানাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও সে দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানান। গ্রেফতারকৃত আসামী রানা এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।