
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) ঃ
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর ৫০ জন প্রতিবন্ধীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিবন্ধীদের হাতে এই খাবার তুলে দেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক জানান, রাঙ্গামাটি হতে বার বার নির্বাচিত সাংসদ সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এর নির্দেশনায় তিনি করোনাকালীন সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকবেন।।