পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের টুম্পা আক্তার (১৯) কে গতকাল জুয়া"র টাকার জন্য ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে গলা টিপে হত্যা করে তার স্বামী ওয়াসিম। জানাযায় পটিয়া উপজেলার ৬নং ইউনিয়ন কুসুমপুরা ইউনিয়ন পূর্ব থানা মহিরা, ৩নংওয়ার্ড হাজী মোঃ মনির এর মেয়ে র সাথে একে ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড় হরিণখাইন গ্রাম হাজী নুরুজ্জামানের ছেলের ওয়াসিম এর সাথে বিয়ে হয়। আমাদের প্রতিনিধি মৃত টুম্পার পরিবারের সাথে কথা হলে জানতে পারে প্রায় সময় ওয়াসিম ও তার পরিবার টাকা এনে দেওয়ার জন্য মৃত টুম্পা আক্তার কে নির্যাতন করতো। গঠনার দিনও জুয়া র টাকার জন্য টুম্পাকে গলা চেপে ধরে মেরে পাষান্ড স্বামী ওয়াসিম সহ পরিবারের সবাই পালিয়ে যায়। হরিণখাইনবাসী এমন নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান, ও হত্যা কারীদের ফাসি চাই বলে আমাদের প্রতিনিধি ক্ষোভের সাথে জানান।