
দেলোয়ার হোসাইন সাইমুন:-
সীতাকুণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও জন্মদিন উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আওরঙ্গজেব সাবু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম এ হানিফ, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ আলমগীর সহ বিভিন্ন নেতাকর্মী।
৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ’ কে সু-সংগঠিত করতে, নিরলস পরিশ্রম করে যাচ্ছি। দলকে এগিয়ে নিতে যা প্রয়োজন সব কিছুই করতে প্রস্তুত। একইসাথে বাড়বকুন্ড ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।