বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎযাপন

নিজস্ব প্রতিবেদক

 

দেলোয়ার হোসাইন সাইমুন:-

সীতাকুণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও জন্মদিন উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আওরঙ্গজেব সাবু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম এ হানিফ, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ আলমগীর সহ বিভিন্ন নেতাকর্মী।

৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ’ কে সু-সংগঠিত করতে, নিরলস পরিশ্রম করে যাচ্ছি। দলকে এগিয়ে নিতে যা প্রয়োজন সব কিছুই করতে প্রস্তুত। একইসাথে বাড়বকুন্ড ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত