জাতীয় কন্যা ও শিশু দিবসে লালপুরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) সংবাদদাতা:

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”, আমরা সবাই সোচ্চার বিশ^ হবে সমতার” এই স্লোগানে নাটোরের লালপুরে জাতীয় কন্যা ও শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে  উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিলা হাফিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা আছিয়া জয়নুল বেনু, গোপলপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি প্রমূখ

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত