প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০১৮, ৭:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রাম ৭ আসন( রাঙ্গুনিয়া) নৌকার টিকিট পেলেন ড.হাছান মাহমুদ

মো. আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে চট্টগ্রামের ১৬ টি আসন থেকে চট্টগ্রাম-৭ আসন ( রাঙ্গুনিয়া ও আংশিক বোয়ালখালী) এর জন্য চুড়ান্ত মনোনয়ন পেলেন ড. হাছান মাহমুদ(এমপি)। উল্লেখ্য উক্ত আসনে আওয়ামিলীগের নৌকা প্রতিক নিয়ে একাধিক মনোনয়ন প্রত্যাশি মনোনয়ন পত্র জমা দিলেও দলের সিদ্ধান্ত অনুযায়ী সবশেষে গত ২৫ নভেম্বর রবিবার চুড়ান্তভাবে ড. হাছান মাহমুদকেই নৌকার টিকিট দেই বলে দলিয় সূত্রে জানা যায়। এদিকে দলের এই সিদ্ধান্তের খবর রাঙ্গুনিয়ায় ছড়িয়ে পড়ার পর দলিয় নেতাকর্মিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে আনন্দ র্যালি বের করে। সেই সাথে অনেক স্থানে মিষ্টি বিতরনও করা হয়। ড. হাছান মাহমুদ এই আসনে আগের নির্বাচনেও বিজয়ী হয়। দলিয় নেতাকর্মিদের মতে, ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ায় চেহারা পাল্টে দিয়েছেন। তার হাত ধরেই রাঙ্গুনিয়ায় বিভিন্ন স্কুল-মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মান হয়। তাছাড়া বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে ব্যাপক। নতুন তরুনদের প্রত্যাশা এবারে যদি হাছান মাহমুদ নির্বাচিত হন তবে তরুনদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষভাবে নজর দিলে তরুন প্রজন্মের হতাশা লাঘব হবে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.