রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহত যাত্রী রহিমা বেগম (২২) ও অটোরিক্সা চালক মো.হারুন (৪০)সহ অজ্ঞাতনামা আরো দুইজন। আহত অটোরিক্সা চালক হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত রহিমা বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা বলেন, চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা অভিমুখে একটি সিএনজি চালিত অটোরিক্সা রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইট এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সময় একটি অটোরিক্সা সড়কের পাশে খাদে পড়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, অটোরিক্সাকে চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত নারীর মুখের এক পাশে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত