নিজস্ব প্রতিনিধি
চকরিয়া প্রেসক্লাবে ২২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সকলের সম্মতিক্রমে সাংবাদিক সমাজের অকোতুভয় ,সত্য ও ন্যায়ের প্রতি অবিচল এবং প্রগতিশীল কলমের গতি আজকের কর্ণফুলী র প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজমুল সাঈদ সোহেলকে চকরিয়া প্রেসক্লবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আজকের কর্ণফুলী পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।