
নিজস্ব প্রতিবেদকঃ
আজ৭ই অক্টাবর,২০২০ইং চট্টগ্রাম কালুরঘাট রেলকাম সেতু পরিদর্শনকালে ঘোষণা দেন যে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসেই কালুরঘাট নতুন রেলকাম সড়ক সেতুর কাজ শুরু হবে।সকল জটিলতা নিরসন হয়েছে।উল্লেখ্য দ্রুত এই সেতু নির্মাণের দাবিতে দফায় দফায় সেতুর উপর সুফল ভোগকারী সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়ে আসছিল।
বিভিন্ন গণমাধ্যমে উক্ত সেতু নিয়ে যে জটিলতার কথা বলা হয়েছে,সেটাও মন্ত্রীর আগমন,পরিদর্শনের ও সংবাদ সম্মেলনের ফলে অনেকটা পরিষ্কার হয়েছে।উল্লেখ্য আজ সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান। কালুরঘাট সেতু মন্রী মহোদয় পায়ে হেঁটে পরিদর্শন করেন এ সময়ে উপস্হিত ছিলেন,দক্ষিন জেলা আওয়ামীলীগের অভিভাবক সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা,চট্টগ্রাম ৮ আসনে সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন সহ চট্টগ্রাম দক্ষিন, মহানগর,উওর জেলার দলীয় নেতা-কর্মী,সরকারী কর্মকতা,সাংবাদিক নেতৃবৃন্দরাও।
সবার তো এবার বোয়ালখালীর মাননীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এর নিকট একটা দাবী বোয়ালখালী তথা দক্ষিন চট্টগ্রামের সাধারন মানুষ আশা আলো দেখবো তো…?