কাপ্তাইয়ে জেলা পরিষদের উদ্যোগে বাদ্যযন্ত্র এবং ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)ঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ্যযন্ত্র এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় । সেই সাথে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমিকে বাদ্যযন্ত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় শিলছড়িস্ত হাজীর টেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা তাঁর কার্যালয়ে প্রতিষ্ঠান সমুহের প্রধান এবং শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের হাতে এই সরঞ্জামাদী তুলে দেন।
এই সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ক্যাজলা মারমা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত