
মোজাফফর হোসাইন সিকদারঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোগে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(০৯ অক্টোবর) শুক্রবার সন্ধার সময় মেখল ইউনিয়নস্থ ইছাপুর ফয়জিয়া বাজারে মেখল ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাহ্উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তরা বলেন, যেকোনো অপরাধীর বিরুদ্ধে বিচার নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যুগোপযোগী আইনের সংস্কার ঘটিয়েছেন, অপরাধী যদি আওয়ামিলীগেরও কেউ হন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে আজ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বক্তারা বলেন পুরোদেশে ধর্ষণের বিরুদ্ধে আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মাঠে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করেছে অথচ ধর্ষণের প্রতিবাদের নামে জামাত বিএনপি তাদের নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দিচ্ছে! বক্তারা বলেন, সরকার বিরোধী যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে মেখল ইউনিয়ন আওয়ামী পরিবার মাঠে রয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে মেখল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,
স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা শেষে মেখল ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।