আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে অসহায় মানুষের উপকার হয়- রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

তথ্যমন্ত্রী ও আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় কাজ করছে। আ.লীগ সরকার ক্ষমতা আসায় পর ভাতাভোগী বেড়েছে। আ.লীগ অসহায় মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছে। আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে অসহায় মানুষের উপকার হয়।
দূরারোগ্য রোগী ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এই সরকার। আ.লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের মাঝে তুলে ধরতে হবে। আসছে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক, উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ’র নবনির্বাচিত চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার,চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, আ.লীগ নেতা ইদ্রিচ আজগর, আবুল কাশেম চিশতি, আসলাম খাঁন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে মসজিদ মন্দির ও বৌদ্ধ বিহার উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ ও কৃষক গ্রুপের মাঝে সেচযন্ত্র বিতরণ করা হয় । তথ্যমন্ত্রী পরে উপজেলা আ.লীগ কার্যালয়ে দলীয় বর্ধিত সভায় যোগ দেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত