চবি প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এ বিশ্ববিদ্যালয়ের সাথে ট্রেড বডি’র স্বীকৃত সর্বােচ্চ প্রতিষ্ঠান চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শিক্ষা-গবেষণা উন্নয়ন, কর্মসংস্থানসহ শিল্প-কারখানার সাথে যােগযােগ বিষয়ে যথা কর্মপরিচালনার লক্ষ্য একটি সমঝােতা চুক্তি (গড়ট) স্বাক্ষর ২৫ নভেম্বর বেলা ১২ টায় চবি উপাচার্য দপ্তর সম্পাদিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পক্ষে উক্ত চেম্বারের সম্মানিত প্রসিডেট মাহাবুবুল আলম এ চুক্তিত স্বাক্ষর করেন। এ সময় অন্যােন্যর মধ্যে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মােহাম্মদ সফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহােমেদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মােহাম্মদ মহীবুল আজিজ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত প্ররিচালক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, আইসিটি’র পরিচালক প্রফেসর ড. মাে. হানিফ সিদ্দিকী এবং আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহামদ এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সচিব (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মাে. ফারুক উপস্থিত ছিলেন। উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর মধ্য সম্পাদিত এই চুক্তিকে আনদচিত্ত স্বাগত জানিয়ে বলেন, এই চুক্তির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যথা উদ্যােগে বিভিন্ন আয়ােজন যেমন সেমিনার, সিম্পাজিয়াম, কন্ফারন্স, আলােচনা সভা, মতবিনিময় সভা ইত্যাদির মাধ্যেম বিশ্ববিদ্যালয়ের উচ শিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনয়ন বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ বিভিন শিল্প-কারখানায় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযােগ পাবে এবং তাদের লব্ধ অভিজ্ঞতার আলােক কর্মসংস্থানরও সুযােগ সৃষ্ঠি হবে। প্রসঙ্গক্রমে তিনি চট্টগ্রাম চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত প্রসিডেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র মাহাবুবুল আলম-এর শিক্ষা-সমাজ উন্নয়ন এবং দেশ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্ঠিতে অগ্রণী ভূমিকার ভুঁয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তাঁর ইতিবাচক মনাবৃত্তি অব্যহত থাকবে এ প্রত্যাশা ব্যাক্ত করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত প্রসিডেট এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে তিনি আজ অত্যাধিক অহংকার ও গৌরবানীত বােধ করেছেন যে, বরণ্য শিক্ষাবিদ ও সমাজ বিজ্ঞানী এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সুযােগ্য ও গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণার উন্নত পরিবেশ বিরাজমানসহ সার্বিক অর্থ মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক চেতনা সমুন্নত রেখে এ বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন সকলের কাছ দৃশ্যমান। যার ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। তিনি উপাচার্যকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি আরও বলেন এ চুক্তির ফলে শিক্ষা-গবেষণার উন্নয়নসহ বিজ্ঞানমন মানব সম্পদ উৎপাদনে এ চুক্তি দৃশ্যমান ভূমিকা রাখবে। তিনি উভয় পক্ষকে এ চুক্তির সার্বিক কার্যক্রম ফলাআপ-এর মাধ্যমে সফল করার অনুরােধ জানান।