
দেলোয়ার হোসাইন সাইমুনঃ
গৌরবের সাত বছর পেরিয়ে অষ্টম বছরে পা রাখলো দেশের বৃহত্তম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ পরিবার। ২০১৩ সালের ১লা অক্টোবর প্রতিষ্টাতা ফজলুল করিম’এর নেতৃত্বে কয়েকজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠা ও বর্ষপূর্তি উপলক্ষে এবার এক ব্যতিক্রমধর্মী আয়োজন করতে যাচ্ছে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রপ। আগামী ২৩শে অক্টোবর দেশের বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে এক বিশাল সেচ্ছাসেবী মিলন মেলা’র আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ। মানুষের জীবন-মরনের সাথে রক্তের নিবিড় সম্পর্ক, তাই কোনো রুগীর রক্তের প্রয়োজন হলে রক্তের ব্যাবস্থা করতে দ্রুত এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা।শুধু রক্ত দান নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ফ্রি- ব্লাড গ্রুপ ক্যাম্পিং, অসহায় পথচারীদের খাদ্য ও বস্ত্র বিতরন সহ আর্থিক ও আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ।