
ঝুলন দত্ত, কাপ্তাইঃ
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার(১২ অক্টোবর) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার, কাকড়াছড়ি মারমা পাড়া, কাকড়াছড়ি উপর পাড়া সহ বিভিন্ন স্পটে সচেতনতামূলক সংগীত পরিবেশন করেন কাপ্তাই তথ্য অফিসের শিল্পি রফিক আশেকি এবং বসুদেব মল্লিক। এইসময় তথ্য অফিসের শিল্পিরা গানে গানে জনগণকে করোনা বিষয়ে সচেতন করা, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ সহ সরকারের নানা উন্নয়ন কর্মসুচী তুলে ধরেন । শিল্পিদের যন্ত্রসংগীতে সহযোগিতা করেন বাংলা ঢোলে টুনটু দাশ, বাঁশিতে মেঘনাথ এবং পারকিউশনে নেপাল দাশ।
এদিকে একই কর্মসূচীর আওতায় তথ্য অফিসের উদ্যোগে এইসব স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের উপ -পরিচালক হাসিনা আক্তার ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এই সময় তিনি জণগণকে স্বাস্থ্যবিধী মেনে চলাচল সহ সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।
কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় এইসময় সামাজিক দুরত্ব মেনে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণ উপস্থিত ছিলেন।
পরে তথ্য অফিসের উদ্যোগে আগত দর্শকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।।