
মোহাম্মদ রিয়াদঃ
চট্টগ্রাম নন্দনকাননস্হ রাইফেল ক্লাব মার্কেট এ হরেক রকম উন্নত ইলেকট্রনিক্স এর নতুন চমক নিয়ে শুভ উদ্বোধন হলো ” ডালাস ইলেকট্রনিক্স”
গতকাল রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম নন্দনকানন রাইফেল ক্লাব মার্কেট এ ডালাস ইলেকট্রনিক্স নামে নতুন সো রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ীক গ্রুপের সাবেক সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব লায়ন আলমগীর, ডালাস ইলেকট্রনিক্স সো রুম উদ্বোধন করেন রাইফেল ক্লাব ইলেকট্রনিক্স মার্কেট সমিতির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈদ্যুতিক সরঞ্জাম গ্রুপের অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ কামাল,এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাঙলকোট সমিতির সভাপতি জনাব আবু তাহের প্রমুখ। ডালাস ইলেকট্রনিক্স সো রুমের মালিক উবাদুল হোক বলেন ক্রেতারদের চাহিদা অনুযায়ী ভালো মানের ইলেকট্রনিক্স পন্য নিয়ে মানসম্মত ও সূলভ মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স পন্য ডালাস ইলেকট্রনিক্স সো রুমে ক্রেতাদের দিতে পারব ইনশাআল্লাহ। ডালাস ইলেকট্রনিক্স এ পাবেন এসি জেনারেল, ওয়াশিং মেশিন সার্ফ, ইনডাস ফ্যানসহ সব রকমের ইলেক্ট্রনিক্স , উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করছি।