প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০১৮, ৭:১১ পূর্বাহ্ণ
চকরিয়ার টিআইবির জলবায়ু পরিবর্তন বিষয়ে মানববন্ধন

মোঃ নাজমুল সাঈদ সোহেল কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় টিআইবি, সনাক আয়োজনে ২৮ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় মহাসড়কের নিউ মার্কেট চত্ত্বরে জলবায়ু পরিবর্তন বিষয়ে মানববন্ধন করা হয়েছে।আসন্ন কল-২৪ সম্মেলনে প্যারিসচুক্তি বাস্তবায়ন কাঠামো সম্বলিত চুড়ান্ত রূপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নির্ণয়ের দাবীতে মানববন্ধনের মূল প্রতিপাদ্য । এসময় সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক একেএম সাহাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক চকরিয়ার সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, সাবেক সভাপতি এমআর মাহমুদ, টিআইবি এরিয়া ম্যানেজার এজে জাহাঙ্গীর আলম প্রমূখ।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.